ফারহান-শিবানীর বিয়ে শনিবার
শনিবার মহারাষ্ট্রীয় রীতিতে বিয়ে করবেন শিবানী ডান্ডেকর এবং ফারহান আখতার
প্রথম নিউজ, ডেস্ক : শনিবার মহারাষ্ট্রীয় রীতিতে বিয়ে করবেন শিবানী ডান্ডেকর এবং ফারহান আখতার। আখতার পরিবারের বাড়ি সাজানো হয়েছে নানা রঙের কাপড় দিয়ে। আলো দিয়ে সেজে উঠেছে ফারহানের বাড়ি। ২১ তারিখ সেখানেই আইনি বিয়ে সারবেন দুই তারকা।
আনন্দবাজার পত্রিকার খরব, বৃহস্পতিবার সকাল থেকে মেহেদি অনুষ্ঠানের শুরু। সঙ্গীতানুষ্ঠান হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। বৃহস্পতিবার শিবানী-ফারহানের বন্ধুবান্ধব এবং পরিবার উপস্থিত হয়েছেন অনুষ্ঠান বাড়িতে।
১৯ তারিখ বিয়ের অনুষ্ঠানের জন্য অতিথি তালিকা প্রস্তুত হয়েছে। বর-কনের পরিবার ছাড়াও তারকা-বন্ধুদের মধ্যে উপস্থিত থাকবেন হৃতিক রওশন, আলিয়া ভাট, রাকেশ ওমপ্রকাশ মেহ্রা, রীতেশ সিধওয়ানি, দিনো মোরিয়া, রিয়া চক্রবর্তী, অমৃতা অরোরা প্রমুখ।
জানা গেছে, শিবানী-ফারহানের বিয়ের সঙ্গীতানুষ্ঠানে নাচ করেছেন শিবানীর ঘনিষ্ঠ বন্ধু এবং প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের প্রেমিকা রিয়া। যদিও সেই ছবি প্রকাশ পায়নি।
ফারহানের মা হানি ইরানি জানিয়েছেন, বিয়ের প্রস্তুতি চলছে। কিন্তু কোথায় বিয়ে হবে, সে কথা প্রকাশ করতে রাজি হননি তিনি। যদিও জানা গেছে, শুক্রবার মহারাষ্ট্রের খন্ডালার দিকে রওনা হবে আখতার এবং ডান্ডেকর পরিবার। সেখানে ফারহানের খামারবাড়িতে আনুষ্ঠানিক বিয়ে সারবেন দুই তারকা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: