বিয়ে করতে চলেছেন রাজকুমার-পত্রলেখা

প্রথম নিউজ, ডেস্ক : বলিউডজুড়ে যেন বিয়ের ধুম লেগেছে। গুজব হলেও ক্যাটরিনা-ভিকির বিয়ের খবরে গরম ছিল বলিউড। এরপর জানা গেলো রণবীর-আলিয়ার বিয়ে ডিসেম্বরে। এবার আরেক জুটির খবর পাওয়া গেলো। প্রেমিকা পত্রলেখার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন রাজকুমার রাও।
নভেম্বরেই নাকি বিয়ে করতে চলেছেন এই জুটি। প্রায় ১০ বছরের সম্পর্ক রাজকুমার-পত্রলেখার। এবার সেই সম্পর্ক সংসারমুখী। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নভেম্বরের ১০ থেকে ১২ তারিখের মধ্যে হতে পারে বিয়ের অনুষ্ঠান।
বি-টাউনের বেশ কিছু তারকাকে নাকি এরই মধ্যে সুখবর দিয়ে ফেলেছেন এ জুটি। ঘরোয়া অনুষ্ঠানে হবে বিয়ের আনুষ্ঠানিকতা।
বিয়ে কবে করবেন, এই প্রশ্নও অনেকবার শুনেছেন দুজন। পেশাগত জীবন নিয়ে ব্যস্ত পত্রলেখা আর রাজকুমার ব্যস্ত সিনেমা নিয়ে।
রাজকুমারকে প্রথম পত্রলেখা দেখেন দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘লাভ সেক্স অউর ধোঁকা’ সিনেমায়। তাতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন রাজকুমার। পত্রলেখা ভেবেছিলেন, বাস্তবেও রাজকুমার পর্দার চরিত্রের মতোই।
রাজকুমার পত্রলেখাকে দেখেছিলেন একটি বিজ্ঞাপনে এবং এতই মুগ্ধ হয়েছিলেন যে, তখনই নাকি ঠিক করে ফেলেছিলেন পত্রলেখাকে বিয়ে করবেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: