যুক্তরাষ্ট্রে একাধিক সংবর্ধনা পেলেন তানভীর তারেক
তানভীর তারেক সম্প্রতি যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যের বিশেষ সম্মাননা অর্জন করেছেন
প্রথম নিউজ, ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক তানভীর তারেক সম্প্রতি যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যের বিশেষ সম্মাননা অর্জন করেছেন। এ উপলক্ষে গত প্রায় ১ মাস জুড়ে নিউইয়র্ক, কানেক্টিকাট, শিকাগো, মিশিগান, কলারডো ও ক্যালিফোর্নিয়ায় ভ্রমণ করেন তিনি।
গত ১ অক্টোবর শিকাগোতে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকীর বিশেষ অনুষ্ঠান। এই বিশেষ আয়োজনে বাংলাদেশি সংগীত পরিচালক ও গণমাধ্যমকর্মী হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করা হয় তাকে। শিকাগোয় নিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেল মনির চৌধুরী এই সম্মাননা তুলে দেন তানভীরের হাতে।
মনির চৌধুরী তার বক্তব্যে বলেন,‘তানভীর আমার অনুজপ্রতিম। সাংস্কৃতিক জগতে ওর নিষ্ঠা ও অধ্যাবসায় আমাকে দারুণভাবে আনন্দ দেয়।’
শিকাগোতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ২০ টি দেশের কুটনৈতিক অংশ নেয়।
এর পরের অনুষ্ঠানটি ছিল মিশিগানে। মিশিগানের বাঙালি অধ্যুষিত এলাকা হ্যামট্রামিক। সেখানকার মেয়র হাউজে আয়োজন করা হয় একটি বিশেষ অনুষ্ঠান। মিশিগানের জনপ্রিয় পত্রিকা ইকবাল ফেরদৌস সম্পাদিত ‘বাংলা সংবাদ’ এর উদ্যোগে এই অনুষ্ঠানে আড্ডা আলোচনা শেষে স্টেট মেয়র ক্যারেন মায়েস্কি’র হাত থেকে বিশেষ সম্মাননা গ্রহন করেন তানভীর তারেক।
এই আয়োজন প্রসঙ্গে বাংলা সংবাদের সম্পাদক ইকবাল ফেরদৌস বলেন,‘তানভীর ভাইয়ের সৃজনশীল যে কোনো কাজই আমাকে অনুপ্রেরণা দেয়। এবারের আয়োজনটি ছোট হলেও মেয়র হাউজে এখানকার প্রবাসী সাংস্কৃতিক কর্মীদের সম্মিলনে এই আয়োজনটি ছিল খুব তাৎপর্যপূর্ণ।’
মিশিগানের অনুষ্ঠান শেষে কলারডোর ডেনভার ঘুরে সানফ্রানন্সিসকোর এক ঘরোয়া আয়োজনে অংশ নেন। সেখানে বায়োস্কপ ফিল্মস এর আয়োজনে এক গানের আড্ডায় অংশ নেন। আয়োজক রাজ হামীদ ও নওশাবা রুবনা রশীদ বলেন,‘অনেকদিন ধরেই ইচ্ছে ছিল তানভীর ভাইকে ঘিরে একটি আয়োজন করার। অবশেষে গতবছর ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্তির পরই তাকে ঘিরে একটি স্বংবর্ধনার প্ল্যান করি আমাদের বায়োস্কপ ফিল্মস এর উদ্যোগে। কিন্তু করোনা সংকট চলমান থাকায় আমরা ঠিক সেসময় আয়োজনটি করতে পারিনি। অবশেষে কোভিড জটিলতা শেষে আমরা এবারে আয়োজনটি করার উদ্যোগ নিই।’
যুক্তরাষ্ট্রে সর্বশেষ অনুষ্ঠানটি হয় নিউইয়র্কে। নিউইয়র্কে হাসানুজ্জামান সাকী ও আলমগীর খান আলমের উদ্যোগে তানভীর তারেকের ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্তিকে উদযাপন করেন প্রায় অর্ধশত শিল্পী কলাকুশলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য কন্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায়, টনি ডায়েস, প্রিয়া ডায়েস, খায়রুল ইসলাম পাখী, রিজিয়া পারভীন, বিউটি দাস, শফিক সাদেকী, তমালিকা কর্মকার, নওশীন, হিল্লোল, ইশতিয়াক রুপু আহমেদ, প্রাবন্ধিক আহমাদ মাজহার, তানভীর শাহিনসহ অনেকে।
তানভীর তারেক বলেন, ‘টানা দুই বছর আমরা সকলেই নিজ নিজ জায়গায় প্রায় বন্দি ছিলাম করোনার কারণে। আর গতবছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবার পর থেকেই একাধিক সংগঠন থেকে আমন্ত্রণ পাই। সত্যিই তাদের উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধতা কুড়িয়েছি। এ সকল ভালবাসা আগামীর কাজের জন্য অনুপ্রেরণা দেবে আরো অনেকবছর।’
শিগগিরই নতুন কিছু গান নিয়ে হাজির হবেন তানভীর তারেক। বেশ কিছু গান তৈরি করছেন তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: