দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কায় প্রাণ গেল চালকের

আজ সোমবার ভোরে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক সড়কের গোকুলখালি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

 দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কায় প্রাণ গেল চালকের

প্রথম নিউজ, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আওয়াল সরদার (২৮) নামে এক চালক নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক সড়কের গোকুলখালি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক আওয়াল সরদার রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার পূর্ব উজানচর গ্রামের গুইজ উদ্দিন সরদারের ছেলে। 

পুলিশ জানায়, ভোরের দিকে চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরে একটি খালি ট্রাক নিয়ে যাচ্ছিলেন চালক আওয়াল সরদার। গোকুলখালি বাজারে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পাটবোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক আওয়াল সরদারের মৃত্যু হয়। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টাফ অফিসার আতিকুর রহমান বলেন, খবর পেয়ে আমাদের টিম ট্রাকের মধ্যে আটকা থাকা চালকের মরদেহ উদ্ধার করে। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

হাপানিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শাহাবুল আলম বলেন, ধারণা করা হচ্ছে ট্রাকচালক ঘুমিয়ে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। মরদেহ এবং ট্রাক আমাদের হেফাজতে আছে। নিহতের স্বজন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom