দেলদুয়ারে সড়কে ঝরলো শিক্ষকের প্রাণ
মোটরসাইকেলযোগে বিদ্যালয়ে যাওয়ার পথে শিক্ষক এনামুল্লাহ্ তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পুটিয়াজানী নামক স্থানে তরিকুল ইসলাম নামের এক পথচারীকে চাপা দিয়ে সেনাবাহিনীর এপিসি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়।
প্রথম নিউজ, টাঙ্গাইল : টাঙ্গাইলের দেলদুয়ারে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর এপিসি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক এনামুল্লাহ্ (৪৫) নামের এক স্কুল শিক্ষক মারা গেছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফাজিলহাটী ইউনিয়নের পুটিয়াজানী গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান মবিন সরকারের বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষক মির্জাপুর উপজেলার কালামজানী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি উপজেলার সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা জানান, মোটরসাইকেলযোগে বিদ্যালয়ে যাওয়ার পথে শিক্ষক এনামুল্লাহ্ তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পুটিয়াজানী নামক স্থানে তরিকুল ইসলাম নামের এক পথচারীকে চাপা দিয়ে সেনাবাহিনীর এপিসি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। মারাত্মক আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews