ঢাকা সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন
দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ গ্রহণ শেষে তিনি ঢাকায় আসবেন। একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
প্রথম নিউজ, অনলাইন: ঢাকা সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। আগামী ১১ই সেপ্টেম্বর তিনি ঢাকায় আসবেন। দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ গ্রহণ শেষে তিনি ঢাকায় আসবেন। একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সফরের সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন ফরাসি প্রেসিডেন্ট।
২০২১ সালের নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় সফরে ফ্রান্স গিয়েছিলেন। সেসময় তিনি ম্যাক্রনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। ম্যাক্রনের ঢাকা সফরটি মূলত ২০২১ সালে প্রধানমন্ত্রীর প্যারিস সফরের ফলোআপ। ম্যাক্রন ১১ই সেপ্টেম্বর এসে পরদিন ঢাকা ছাড়বেন।