অনেকে আওয়ামী লীগ বিক্রি করে সম্পদ বানায়: কাদের খান
বুধবার (৩০ আগস্ট) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এই অভিযোগ করেন তিনি।
প্রথম নিউজ, ঢাকা: অনেকে আওয়ামী লীগ বিক্রি করে সম্পদ বানায় বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদের খান।
বুধবার (৩০ আগস্ট) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এই অভিযোগ করেন তিনি। জাতীয় শোক দিবস উপলক্ষে এই আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।
আব্দুল কাদের খান বলেন, আজ তৃণমূলের অনেক নেতাকর্মী সম্পদ বিক্রি করে আওয়ামী লীগ করেন। আবার অনেকে আওয়ামী লীগ বিক্রি করে সম্পদ বানায়। আপনি যদি তৃণমূলের দিকে না তাকান, তাদের দেখার কেউ নেই। আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।
আলোচনায় আরও অংশ নিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি ডা. দিলীপ রায়, আওয়ামী লীগের জাতীয়, কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।