ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ
ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

প্রথম নিউজ, ঢাবি প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি বকশীবাজার মোড় থেকে শুরু হয়ে ক্যাম্পাস অভিমুখে শিববাড়ী মোড় হয়ে পুনরায় বকশীবাজার এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে খোরশেদ আলম সোহেল বলেন, অগণতান্ত্রিক ফ্যাসিস্ট আওয়ামী সরকার তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে এ যাবত অসংখ্য ষড়যন্ত্র করে আসছে। এসব করে জনাব তারেক রহমানের জনপ্রিয়তাকে এক বিন্দুও ক্ষুন্ন করতে পারেনি এবং পারবেও না; বরং তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের মুক্তিকামী জনতা ঐক্যবদ্ধভাবে জেগে উঠেছে এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই ফরমায়েশি রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, এই নিশিরাতের লুটেরা সরকার তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায় ও গ্রেফতারি পরোয়ানা জারির মাধ্যমে আবারো প্রমাণ করল তারা নিজেরা আজ দেশের সব টাকা পাচার করে, রিজার্ভ শূন্য করে তারা তাদের অপকর্মকে ঢাকার জন্য উদুর পিন্ডি বুদুর ঘাড়ে চাপিয়ে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। অচিরেই এই অবৈধ অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। এছাড়াও বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আক্তার শুভ, শাহিনুর রহমান শাহিন, নাজমুস সাকিব, তরিকুল ইসলাম তারিক, নাছির উদ্দীন শাওন, গাজী মো. সাদ্দাম হোসেন, আবু হান্নান তালুকদার, ইউসুফ হোসেন খান, সৈকত মোর্শেদ, কাইয়ুম উল হাসান, আজিজুল হক, প্রচার সম্পাদক ইমাম আল নাসের মিশুক, দফতর সম্পাদক মাহমুদুল হাসানসহ বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom