সাত দফা দাবি আদায় না হলে কর্মবিরতির ঘোষণা সরকারি গাড়িচালক সমিতির

শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

সাত দফা দাবি আদায় না হলে কর্মবিরতির ঘোষণা সরকারি গাড়িচালক সমিতির

প্রথম নিউজ, অনলাইন: সাত দফা দাবি আদায় না হলে কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির নেতারা। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহিম হাওলাদার রানা, সাধারণ সম্পাদক এমদাদুল হক সুজন, সহ-সভাপতি মো. মাহাবুব আলম চৌধুরী, মো. কবির হোসেন, মো. নুর করিম, মো. জাহাঙ্গীর আলম, মো. হুমায়ুন কবির, মো. রানা হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল ইসলাম নুরু, উপদেষ্টা আবুল কাশেম, আমিনুল ইসলাম, আলাউদ্দিন প্রমুখ।

লিখিত বক্তৃতায় আব্দুর রহিম হাওলাদার রানা বলেন, ২০১৫ সালে সরকার বৈষম্য রেখে জাতীয় পে-স্কেল ঘোষণা করেছিল। শুধু কর্মকর্তারা ওই পে-স্কেলের সুবিধাভোগী হয়েছেন। সরকারি গাড়িচালকসহ কোনো কর্মচারী ওই সুবিধা পায়নি। সরকারি গাড়িচালকসহ কর্মচারীদের মানোন্নয়নে ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটে নবম পে-স্কেল ঘোষণার জোর দাবি জানাচ্ছি। দাবি আদায় না হলে প্রত্যেক জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ, মানববন্ধন কর্মসূচি দেওয়া হবে। তিনি আরও বলেন, আমাদের ৭ দফা দাবি মহান সংসদে ঘোষণা না হলে বাংলাদেশের সব সরকারি গাড়িচালক কর্মবিরতির মতো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে। 

তাদের দাবির মধ্যে রয়েছে- বৈষম্যহীন নবম জাতীয় বেতন স্কেল ঘোষণা, পে-কমিশনে সরকারি গাড়িচালকদের প্রতিনিধি রাখা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঘোষিত ১৯৭৩ সালের ১০ ধাপে নবম পে-স্কেল বাস্তবায়ন, সর্বনিম্ন গাড়িচালকদের বেতন পঁচিশ হাজার টাকা, হেবি স্কেল ২৮ হাজার টাকা করা ও সর্বোচ্চ বেতনের পার্থক্য ১.৫ হতে হবে এবং টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহাল করতে হবে। অন্যান্য পদের ন্যায় চালকদের পদোন্নতির ব্যবস্থা, বৈষম্যহীন গোপনীয় প্রতিবেদন (এসিআর) বাতিল করতে হবে। সরকারি চাকরিতে নিয়োগ ও শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে চালকদের ছেলে-মেয়েদের জন্য পোষ্য কোটা চালু করতে হবে।