তারেক রহমান - জুবাইদা রহমানের সাজা প্রতিবাদে তিন সংগঠনের কর্মসূচি ঘোষণা

আজ বুধবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু এ কর্মসূচী ঘোষনা করেন।

তারেক রহমান - জুবাইদা রহমানের সাজা প্রতিবাদে তিন সংগঠনের কর্মসূচি ঘোষণা

প্রথম নিউজ, ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে ‘ফরমায়েসী’ রায়  সাজার প্রতিবাদে আগামীকাল সারাদেশে জেলা এবং মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন তথা যুবদল, স্বেচ্ছাসেবকদল, ও ছাত্রদল।

আজ বুধবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু এ কর্মসূচী ঘোষনা করেন।

এসময় নেতারা বলেন, ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে সরকার তার কোনো প্রতিপক্ষ রাখতে চায় না। এজন্য ফরমায়েশি রায় দেওয়া হয়েছে। বিচার বিভাগকে ব্যবহার করে নীলনকশা বাস্তবায়ন করছে সরকার। নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষ আজকে আবারও দেখল এই ফ্যাসিস্ট সরকার বিচারবিভাগকে কুক্ষিগত করে প্রতিপক্ষকে ঘায়েল করার নির্লজ্জ খেলায় মেতে উঠেছে। নেতৃবৃন্দ অবিলম্বে ১/১১ সময়ের দায়েরকৃত এই প্রহসনমূলক মামলা প্রত্যাহার ও এই ফরমায়েশি রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল,যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক রাজিব আহসান, ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, যুবদলের সহ-সভাপতি রুহুল আমিন আকিল, মাহবুবুল হাসান পিংকু, দীপু সরকার, কামরুজ্জামান দুলাল, যুগ্ম সাধারন সম্পাদক শাহ আলম চৌধুরী, সাইদুর রহমান, সহ-সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, মো. দুলাল হোসেন, প্রচার সম্পাদক করিম সরকার, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন, তথ্য ও গবেষনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক আমান উল্লাহ বিপুল, সহ-প্রচার সম্পাদক আশরাফুল আলম ফকির লিংকন, কেন্দ্রীয় সদস্য শহিদুল আলম টিটু প্রমুখ।