রাজধানীতে ছাত্রদলের লিফলেট বিতরণ

রাজধানীতে ছাত্রদলের লিফলেট বিতরণ

প্রথম নিউজ, ঢাকা: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ শীর্ষ নেতাদের মামলা প্রত্যাহার করে মুক্তি, নির্বাচন বাতিল এবং এক দফার আন্দোলন বেগবান করার লক্ষ্যে ঢাকাসহ দেশের সকল মহানগরে দুই দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে বিএনপি।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৪ ফেব্রুয়ারি) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এর নেতৃত্বে রাজধানীর উত্তরায় জনসাধারণের মাঝে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ লিফলেট বিতরণ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় সাইফ মাহমুদ জুয়েল বলেন, "৭ জানুয়ারির ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। এর বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। সরকার পতনের লক্ষ্যে সবাই এখন মাঠে আছে, আন্দোলনে আছে। গোটা জাতি ঐক্যবদ্ধ। অচিরেই ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে এই ডামি সরকারের পতন অনিবার্য।"

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান রুয়েল এর উদ্যোগে আয়োজিত কর্মসূচীতে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোহাম্মদ আদনান, সহ সাধারণ সম্পাদক মীর ইমরান হোসেন মিথুন, সহ সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন হাওলাদার আশিক, আরিফ সিকদার, সদস্য মেহেদী হাসান সোহাগ, আজাদ মাহমুদ।

আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আউয়াল ভূইয়া রবি, ছাত্রনেতা মোঃ জসিম, ইন্জিঃ শামীম, উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের সভাপতি শামসুল আলম সোয়েব, বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন হোসেন, উত্তরখান থানা ছাত্রদলের সভাপতি আবির সরকার, তুরাগ থানা ছাত্রদলের সভাপতি গোলাম রহমান সজল, উত্তরা পূর্ব থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক হারুন উর রশিদ বাবু, দক্ষিণখান থানা ছাত্রদলের সিঃ যুগ্ম সম্পাদক মীর রবিউল ইসলাম, বিমানবন্দর থানা ছাত্রদলের সিঃ যুগ্ম সম্পাদক নাবিল হাসান উজ্জ্বল, যুগ্ম সম্পাদক শাকিল মিয়া, তুরাগ থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মমিন হোসেন, যুগ্ম সম্পাদক কাওসার আহমেদ প্রমুখ।