ঝিনাইদহে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহে ট্রাকচাপায় শাকিল হোসেন (২০) ও রকি (২০) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন

 ঝিনাইদহে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
 ঝিনাইদহে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত-

প্রথম  নিউজ, ঝিনাইদহ:  ঝিনাইদহে ট্রাকচাপায় শাকিল হোসেন (২০) ও রকি (২০) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কয়ারগাছি এলাকার ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া রবিউল ইসলাম মনির ছেলে শাকিল হোসেন ও মিটুল হোসেনের ছেলে রকি (২০)। তারা দুইজন ঝিনাইদহ সদর হাসপাতাল এলাকায় ওষুধ ফার্মেসিতে কাজ করতো।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ওই দুইজন মোটরসাইকেলে করে কালীগঞ্জ থেকে ঝিনাইদহ শহরের দিকে আসছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: