ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের কাছে মুর্তিমান আতঙ্কের নাম : ডা. ইরান

শ‌নিবার (৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে শহীদ আবরার ফাহাদ দিবসে বাংলাদেশ ছাত্র মিশনের উদ্যোগে মানববন্ধন কর্মসুচীতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের কাছে মুর্তিমান আতঙ্কের নাম : ডা. ইরান

প্রথম নিউজ, ঢাকা: বুয়েটের মেধারী ছাত্র শহীদ আবরার ফাহাদ হত্যাকারীদের দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ‘ছাত্রলীগ আজ সাধারণ শিক্ষার্থীদের কাছে মুর্তিমান আতঙ্কের নাম। আবরার ফাহাদ হত্যাকান্ডের রায়ে ছাত্রলীগের ২০ জনকে মৃত্যুদন্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ডে প্রমানিত হয়েছে ছাত্রলীগ একটি সন্ত্রাসী সংগঠন। ইতোপুর্বে বিশ্বজিৎ রায়কে প্রকাশ্যে নৃশংস ও বর্বরোচিত হত্যাকান্ডের জন্য জবি ছাত্রলীগের নেতাকর্মীরা আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হলেও রায় কার্যকর করা হয়নি।’

শ‌নিবার (৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে শহীদ আবরার ফাহাদ দিবসে বাংলাদেশ ছাত্র মিশনের উদ্যোগে মানববন্ধন কর্মসুচীতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ডা. ইরান বলেন, দেশব্যাপী ছাত্রলীগ শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে ক্যাম্পাসকে মিনি ক্যান্টনমেন্টে পরিনত করেছে। অবৈধ অস্ত্র নিয়ে তারা ক্যাম্পাসে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ অধিকাংশ ক্যাম্পাসে নিয়মিত রক্ত ঝড়ছে। এতে শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে। এরা ছাগল চুরি, ছিনতাই, ডাকাতি, মাদকদ্রব্য ব্যবসা, চাদাঁবাজি টেন্ডারবাজি ভর্তিবানিজ্যসহ সকল অপকর্সের সাথে জড়িত। ক্যাম্পাসে ছাত্রলীগ এখন জঙ্গিবাদী সংগঠনের মতো সক্রিয়। তাই ছাত্রলীগের রাজনীতির নামে নোংরামী বন্ধে নিষিদ্ধের দাবী উঠেছে। অবিলম্বে সুস্থ্যধারার ছাত্ররাজনীতি বিকাশে সকল ক্যাম্পাসে সকল ছাত্রসংগঠনের সহঅবস্থান নিশ্চিত করতে হবে। শহীদ আবরার ফাহাদ হত্যার রায় কার্যকর করতে হবে।