বরগুনায় সড়ক দুর্ঘটনায় এনএসআই সদস্য নিহত

বরগুনায় সড়ক দুর্ঘটনায় এনএসআই সদস্য নিহত

প্রথম নিউজ, বরগুনা : পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় জয়দেব নামে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক সদস্য

শনিবার (৭ অক্টোবর) দুপুর ২টার দিকে বরগুনার বামনা উপজেলা সদর ইউনিয়নের সোনাখালী মোড়ে তাদের বহনকারী মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় তার সঙ্গী মেহেদী হাসান (২৭) গুরুতর আহত হন। তিনিও এনএসআই’র সদস্য।

গুরুতর আহতাবস্থায় মেহেদী হাসানকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ‘বামনা উপজেলা যুবলীগের ত্রিবার্ষিকী সম্মেলনে পেশাগত দায়িত্ব পালনের জন্য বরগুনা থেকে মোটরসাইকেলযোগে বামনা যাচ্ছিলেন এনএসআই’র দুই সদস্য। পথিমধ্যে বামনার সোনাখালী মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এনএসআই’র দুই সদস্য গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এ সময় সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক এনএসআই সদস্য জয়দেবকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া অপরজন মেহেদী হাসানের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঘটনার পরপরই ট্রাক ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে যায় বলে জানিয়েছে বামনা থানা পুলিশ।

নিহত জয়দেবের মৃতদেহ বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লাশ সংরক্ষণ কক্ষে রয়েছে। তিনি ও আহত মেহেদী এনএসআই’র বরগুনা জেলা কার্যালয়ে কর্মরত ছিলেন।

হাসপাতালে কর্মরত এনএসআই সদস্য আবুল বাশার এসব তথ্য নিশ্চিত করে জানান, ‘গুরুতর আহত এনএসআই সদস্যের চিকিৎসা চলছে। তার খোঁজখবর নিতে ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে এসেছেন।