বাড়ির সামনে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত
প্রথম নিউজ, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া মোড় এলাকায় ইজিবাইকের ধাক্কায় মাহিম (৫) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার (৭ অক্টোবর) দুপুরের দিকে নিজ বাড়ির সামনে সড়ক পার হতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয় শিশুটি।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। পরে সেখানকার চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান। নিহত শিশু কালুখালীর নিয়ামতপুর এলাকার পান্নান মল্লিকের ছেলে।
কালুখালী থানার ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস কালবেলাকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।