সাতক্ষীরায় ইভিএমে পাল্টে গেছে ২ প্রার্থীর প্রতীক
সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা রুহুল আমিন।
প্রথম নিউজ,সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রে দুই ইউপি সদস্য প্রার্থীর প্রতীক পাল্টে যাওয়ায় ভোটগ্রহণ এখনো শুরু হয়নি। তবে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা রুহুল আমিন।
আজ রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণের শুরু হওয়ার কথা থাকলেও বিপত্তি বাধে দুই ইউপি সদস্য প্রার্থীর প্রতীক নিয়ে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত চাঁদখলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটিতে এখনো শুরু হয়নি ভোটগ্রহণ।
৩ নম্বর ওয়ার্ডে মাজেদ লড়ছেন মোরগ প্রতীক নিয়ে কিন্তু ইভিএম মেশিনে তার প্রতীক দেখানো হচ্ছে ফুটবল। অন্যদিকে, রুহুল লড়ছেন ফুটবল প্রতীক নিয়ে কিন্তু তার প্রতীক দেখানো হচ্ছে মোরগ। এটি মানতে রাজি নন দুই ইউপি সদস্য প্রার্থী।
চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রুহুল আমিন জানান, এই ইউনিয়নে ইভিএম মেশিনে ভোটগ্রহণ হবে। তবে দুই ইউপি সদস্য প্রার্থীর প্রতীক উল্টে যাওয়ায় জটিলতার সৃষ্টি হয়েছে। ঘটনাটি উপজেলা রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। সমস্যার সমাধান কীভাবে হবে? সে বিষয়ে তিনি কোনো উত্তর দিতে পারেননি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: