সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে আগামীকাল বিএনপির মিছিল
সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত এই মিছিল করা হবে
প্রথম নিউজ, ঢাকা: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে মিছিল করবে বিএনপি। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত এই মিছিল করা হবে।
আজ সোমবার বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
রুহুল কবির জানান, মিছিলে বিএনপি মহাসচিবসহ জাতীয় নেতারা অংশ নেবেন। উল্লেখ্য, গত শনিবার (২৩ অক্টোবর) স্থায়ী কমিটির বৈঠকে সম্প্রীতি রক্ষার দাবিতে মিছিল করার সিদ্ধান্ত হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: