চুয়াডাঙ্গায় ছাত্রদল ও বিএনপির ২ নেতা গ্রেপ্তার
শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রথম নিউজ, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে সদর থানার পুলিশের একটি দল শহরের টিঅ্যান্ডটি এলাকার একটি ছাত্রাবাস ও সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের গাইদঘাট গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মো. শফিকুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন। মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০০ থেকে ১১০ জনকে আসামি করা হয়।
চুয়াডাঙ্গার জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরিফ বলেন, শনিবার কর্মসূচি বানচাল করতেই পুলিশ পূর্ব পরিকল্পিতভাবে দুজনকে গ্রেপ্তার করেছে। অথচ তাদের নামে কোনো মামলা নেই।
তিনি আরও বলেন, গত ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশে যেতে বাধা দিতে পুলিশ নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা করেছিল। সেই মামলায় অজ্ঞাতনামা হিসেবে তাদেরকে গ্রেপ্তার করে হয়রানি করছে। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ ঢাকা পোস্টকে বলেন, বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে বিচারক তাদের দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews