চলে গেলেন ‘মহীনের ঘোড়াগুলি’র তাপস দাস

তাপস দাসের চিকিৎসা তহবিলের জন্য কলকাতায় একাধিক কনসার্ট হয়েছে।

চলে গেলেন ‘মহীনের ঘোড়াগুলি’র তাপস দাস

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: গতকাল বেলা ১১টার দিকে কলকাতার এস এস কে এম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ‘মহীনের ঘোড়াগুলি’র প্রতিষ্ঠাতা সদস্য তাপস দাস। যিনি সবার কাছে বাপীদা হিসেবে পরিচিত ছিলেন।  তাপস দাসের চিকিৎসা তহবিলের জন্য কলকাতায় একাধিক কনসার্ট হয়েছে। বাংলাদেশের ব্যান্ড কমিউনিটিও একটি উদ্যোগ নিয়েছে। আগামী ১৪ই জুলাই ‘ভালোবাসি জ্যোৎস্নায়’ শীর্ষক সেই কনসার্ট ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু এর মধ্যেই এলো শিল্পীর প্রয়াণের খবর।