চবির কটেজে মিলল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এস আলম কটেজ থেকে অনিক চাকমা নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এস আলম কটেজ থেকে অনিক চাকমা নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের পাশে ওই কটেজের ২১২ নম্বর রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। অনিক বিশ্ববিদ্যালয়ের (চবি) মেরিন সায়েন্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। অনিক চাকমা রাঙামাটি সদরের বালুখালী ইউনিয়নের মোহন লাল চাকমা ও গোপী দেবীর ছেলে।
বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের চিফ আবু তৈয়ব বলেন, আমরা লাশটি উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে, রাতে আত্মহত্যা করেছেন তিনি। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: কবির হোসেন বলেন, সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর আত্মহত্যা কিনা সেটা নিশ্চিত হওয়া যাবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: