বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত পিটারের নিয়োগ সিনেটে অনুমোদন
বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগদানের অপেক্ষায় থাকা কূটনীতিক পিটার হাস’র নিয়োগের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সিনেট।
প্রথম নিউজ, ঢাকা: বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগদানের অপেক্ষায় থাকা কূটনীতিক পিটার হাস’র নিয়োগের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সিনেট। ওয়াশিংটনের কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গত জুলাইতে বাংলাদেশসহ চারটি দেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করে বাইডেন প্রশাসন। বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে নাম প্রস্তাব করা হয় পিটার ডি হাস-এর। স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রদত্ত তথ্য অনুযায়ী, পিটার ডি. হাস মরক্কোর মার্কিন দূতাবাসে কূটনীতিক হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর বৃটেন ও ভারতে মার্কিন দূতাবাসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। তিনি বিদায়ী রাষ্ট্রদূত আর্ল আর মিলারের স্থলাভিষিক্ত হবেন। আর্ল আর মিলার ২০১৮ সালের ১৩ই নভেম্বর থেকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: