ভাসানচর যাচ্ছে আরও ৬১৩ রোহিঙ্গা
চট্টগ্রাম নৌবাহিনীর জনসংযোগ বিভাগের পক্ষ থেকে আজ শনিবার সকালে এ তথ্য জানানো হয়েছে।

প্রথম নিউজ, ঢাকা: কক্সবাজারের বিভিন্ন আশ্রয় শিবির থেকে সপ্তম দফায় আরও ৬১৩ জন রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে নেওয়া হচ্ছে। কক্সবাজার থেকে গতকাল শুক্রবার চট্টগ্রামে আনা হয়। পরে পতেঙ্গা বোট ক্লাব থেকে তিনটি জাহাজ আজ শনিবার সকাল ১০টার পর ওই রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের উদ্দেশে রওনা দেয়।
চট্টগ্রাম নৌবাহিনীর জনসংযোগ বিভাগের পক্ষ থেকে আজ শনিবার সকালে এ তথ্য জানানো হয়েছে।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কক্সবাজারের বিভিন্ন শিবির থেকে সপ্তম দফায় আজ আরও ৬১৩ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে নেওয়া হচ্ছে। গতকাল টেকনাফের কয়েকটি ক্যাম্প থেকে ওই রোহিঙ্গাদের নেওয়া হয় উখিয়া ডিগ্রি কলেজ মাঠে। সেখান থেকে বাসে করে চট্টগ্রামে নেওয়ার পর তাদের একটি অস্থায়ী ক্যাম্পে রাখা হয়।
পরে পতেঙ্গা বোট ক্লাব থেকে তিনটি জাহাজে করে তাদের ভাসানচরে নেওয়া হচ্ছে। এর মধ্যে একটি জাহাজে মালামাল এবং অপর দুটিতে ৬১৩ জন রোহিঙ্গা রয়েছে। এর আগে ছয় দফায় কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে ১৮ হাজার ৫০০ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছিল।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: