চুনারুঘাট সীমান্তে ১৯ জনকে পুশইন করলো বিএসএফ

চুনারুঘাট সীমান্তে ১৯ জনকে পুশইন করলো বিএসএফ

প্রথম নিউজ, হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার রাতে তাদের পুশইন করা হয়। কালেঙ্গা বিজিবি ক্যাম্পের ইনচার্জ জাকারিয়া ইবনে কাদির জানান, ভোর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শিশুসহ ১৯ জনকে সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশের ভূখণ্ডে পাঠিয়ে দেয়। তাদেরকে কালেঙ্গা বিওপিতে রাখা হয়েছে। ফেরত আসা এসব নাগরিকের বাড়ি কুড়িগ্রাম জেলায়। তারা সবাই ভারতে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। খবর পেয়ে কালেঙ্গা ক্যাম্পে আসেন হবিগঞ্জ ৫৫ বিজিবি'র সহকারী পরিচালক হাবিবুর রহমান ও চুনারুঘাটের সহকারি কমিশনার (ভূমি) মাহবুব আলম কালেঙ্গা আসেন। তারা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। পুশইন লোকজন বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলার বাসিন্দা।

তারা ২০ বছর আগে রুটি রুজির তাগিদে ভারতের হরিয়ানায় গিয়েছিলেন। তারা হলো- লোকমান হোসেন (৬৫), স্ত্রী কিসমন (৫৪), ছেলে ইসলাম (২৬), ইসমাইল (২৪), মেয়ে আফরোজা (২৯), ছেলের  স্ত্রী জেসমিন (২৩), মেয়ে  রেশমা (৫), ছেলের স্ত্রী কাকলি বেগম (২২), ছেলে শাহজাহান (২), নিলুফা (১১), ওবায়দুর (৫০), ফাতেমা বেগম (৪৫), ইয়াসমিন (১৪), আবুল মিয়া (৫২),জাহানারা (৪০), আলম (১১), রবিউল (১৪), ছখিনা (৬০), পুরুষ ৮ জন মহিলা ১১ জন। এদিকে বিজিবি প্রেস রিলিজে জানায়, ১৯ জনকে পুশইন করা হয়েছে। এ ব্যাপারে বিজিবি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানানো হবে।