গাজীপুরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষার্থী সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের ভাওয়াল রাজবাড়িতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে।

প্রথম নিউজ, গাজীপুর: তিন বিষয়ে পরীক্ষা নেয়ার দাবিতে আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীরা বৃহস্পতিবার সকালে গাজীপুর শহরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন, বিক্ষোভ, সড়ক অবরোধ ও শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেছে।
আন্দোলনে অংশ নেয়া গাজীপুর মহানগরের ছোট দেওড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রফিকুল ইসলাম রনি জানান, কোভিড-১৯ এর কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমরা সিলেবাস শেষ করতে পারিনি। তাই বিশেষ বিবেচনায় আগামী বছরের এসএসসি পরীক্ষা গ্রুপ ভিত্তিক তিন বিষয়ে ও ৩০ শতাংশ সিলেবাসে নেয়ার দাবি জানাচ্ছি। অপরদিকে রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এক ছাত্র জানান, এখন আমাদের তিন বিষয়ে ক্লাস নেয়া হচ্ছে। সকল বিষয়ের পরীক্ষা নেয়া হবে অমানবিক। তাই আমাদের দাবি গত বছরের মতো সংক্ষিপ্ত ৩০ শতাংশ সিলেবাসে তিন বিষয়ে পরীক্ষা নেয়া হউক।
এ দাবিতে চান্দনা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই) উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ কৃষিগবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের ভাওয়াল রাজবাড়িতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে।
পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন। জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আবুল বাশার জানান, তাদের স্কুলে দশম শ্রেণির শিক্ষার্থীদের ঐচ্ছিক চারটি বিষয়ে ক্লাস নেয়া হচ্ছে।
রাণী বিলাসমনি সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. সোলায়মান ভূঁইয়া জানান, তারা ওই পরীক্ষার্থীদের শুধু বাংলা, ইংরেজী ও গণিত বিষয়ে ক্লাস ও পরীক্ষা নিচ্ছেন।
গাজীপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা জানান, ‘এসব শিক্ষার্থীদের দাবি দাওয়ার বিষয়ে আমার নিজস্ব কোন বক্তব্য নেই। মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর শিক্ষার্থীরা আবেদন করে থাকলে শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব এবং সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: