চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭
আজ মঙ্গলবার সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে হাটহাজারীর চারিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রথম নিউজ, চট্রগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। একইসঙ্গে আহত হয়েছেন আরও তিনজন। আজ মঙ্গলবার সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে হাটহাজারীর চারিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান। তিনি জানান, একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংষর্ঘে শিশুসহ সাতজন প্রাণ হারিয়েছেন এবং তিনজন আহত হয়েছেন।
হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রশিদ জানান, নিহতদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ ও তিন শিশু রয়েছে। নিহতরা হলেন—বিপ্লব (২৭), বাপ্পা (৩২), রিতা (৪০), শ্রাবন্তী (১৮), বর্ষা (১০), দ্বীপ (৩) ও দিগন্ত (৩)। তারা সবাই চন্দনাইশ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ধোপা পাড়ার দুলাল মাস্টার বাড়ির বাসিন্দা।
হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার সাদেক হোসেন বলেন, 'চারিয়ার ইজতেমা মাঠ সংলগ্ন জায়গায় বাস-অটোরিকশার সংঘর্ষে সাত জন মারা গেছেন। খবর পেয়েছে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করি।'
দুর্ঘটনাস্থলের পাশের একটি দোকানের দোকানি মোহাম্মদ লোকমান বলেন, 'বিকট শব্দের পর সড়কে গিয়ে দেখিয়ে মানুষের দেহের ছিন্নভিন্ন অংশ। অটোরিকশার সামনে চালক আটকে পড়েছিল। তাকে টেনে বের করে একটি গাড়িতে তুলে দিই হাসপাতালে নেওয়ার জন্য। বাকি সাতজন ঘটনাস্থলেই মারা গেছেন।'
'অটোরিকশাটি সঠিক লেনেই চলছিল। কিন্তু বাসটি আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ভুল লাইনে ঢুকে পড়ে এবং বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে চাপা দেয়', বলেন তিনি।