বিএনপি আবার সন্ত্রাস শুরু করেছে : নাছিম
প্রথম নিউজ, নড়াইল : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি জ্বালাও-পোড়াও, অগ্নিসন্ত্রাস করেছে। পেট্রল বোমা মেরেছে। রাস্তাঘাটে বেরিকেড সৃষ্টি করেছে, গাছ কেটে দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যা করেছে৷। পাঁচ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান জ্বালিয়ে-পুড়িয়ে দিয়েছে। কয়েক হাজার বাস, ট্রাক, লরি, ছোট গাড়ি, সিএনজি ধ্বংস করেছে, আগুন দিয়েছে, ক্ষতি করেছে। এই অগ্নিসন্ত্রাসীরা আবার সন্ত্রাস শুরু করেছে।
আগামী ৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনা বিভাগীয় জনসভা উপলক্ষ্যে মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১টার দিকে নড়াইল জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রস্ততি সভায় তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, জনসভায় জনগণের ব্যাপক সমর্থন ও অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা প্রমাণ করতে চাই, জানান দিতে চাই যে বিএনপি-জামায়াতসহ তোমাদের সন্ত্রাসীরা যদি বাংলাদেশের কোথাও সন্ত্রাস করে আমরা শুধু নড়াইল নয়, খুলনা নয়, সারা বাংলাদেশের বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের প্রতিহত করব। কোনো ধররনের সন্ত্রাস বাংলাদেশে আমরা করতে দেব না।
তিনি আরও বলেন, এটা শুধু মুখের কথা নয়, এবার আমরা বাস্তবায়ন করব। আমরা কীভাবে বাস্তবায়ন করব, সন্ত্রাসীদের মোকাবিলা করব, আমাদের নেতৃবৃন্দের সঙ্গে আমরা কিছু আলাপ করেছি, আপনারা জেনে যাবেন। শান্তিপূর্ণ প্রক্রিয়ায় সন্ত্রাসীদের মোকাবিলা করার কৌশল আমাদের কাছে আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে তাকিয়ে থাকলে চলবে না। তারা তাদের কাজ করবে। আমরা আমাদের কাজ করব।
নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মুর্তজা, কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্মল কুমার চ্যাটার্জি, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি প্রমুখ।