চট্টগ্রামে ইয়াবা ও গাঁজাসহ নারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকা থেকে কাজল ওরফে মর্জিনা (২৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ

চট্টগ্রামে ইয়াবা ও গাঁজাসহ নারী গ্রেপ্তার

প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকা থেকে কাজল ওরফে মর্জিনা (২৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ জুন) রাতে থানার মাস্টার লেন ঝিলের পাড় এলাকায় বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার খাটের নিচে তল্লাশি করে ১৪ কেজি গাঁজা এবং ১ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার এবং ইয়াবার মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।

খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) খাজা এনাম এলাহী ঢাকা পোস্টকে বলেন, মাদক বিক্রির সংবাদ পেয়ে সোমবার রাতে এক নারীকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার স্বামী জাবেদ হোসেন ওরফে লিটন (৩৫) পালিয়ে যান। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই নারীকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া অভিযুক্তের পলাতক স্বামীকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।