গাড়িচাপায় প্রাণ গেল ২ পথচারীর
কুমিল্লার লালমাইয়ে অজ্ঞাত গাড়ির চাপায় মো. ফরিদ মিয়া ও জাহাঙ্গীর হোসেন নামে দুই পথচারী নিহত হয়েছেন
প্রথম নিউজ, ডেস্ক : কুমিল্লার লালমাইয়ে অজ্ঞাত গাড়ির চাপায় মো. ফরিদ মিয়া ও জাহাঙ্গীর হোসেন নামে দুই পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে লালমাই উপজেলার বড় ধর্মপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদ মিয়া (৪০) ও জাহাঙ্গীর হোসেন (৪৬) বরুড়া উপজেলার শীলমুড়ি উত্তর ইউনিয়নের দীঘলগাঁও (রং বাড়ি) গ্রামের বাসিন্দা। তারা দুজন পেশায় পাইপ ফিল্টারের মিস্ত্রি।
লাকসাম হাইওয়ে পুলিশ জানায়, সকালে দুজন কাজের উদ্দেশে বের হয়ে লালমাইয়ের বড় ধর্মপুর এলাকায় জামান ব্রিকস ফিল্ড (ফাঁকা এলাকা) এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ি চাপা দিলে দুজনই ঘটনাস্থলে নিহত হন। এ সময় স্থানীয়দের কাছে তথ্য পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে লাকসাম হাইওয়ে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে লাকসাম হাইওয়ে থানার আইসি মঞ্জুরুল আহসান ভূইয়া বলেন, সড়ক পারাপারের সময় অজ্ঞাত যানবাহনের চাপায় এ দুই পথচারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমরা লাশ উদ্ধার করেছি। ঘাতক যানবাহনটিকে সনাক্তের চেষ্টা চলছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: