গাজায় এক লাখ রিজার্ভ সৈন্য পাঠাচ্ছে ইসরায়েল

গাজায় এক লাখ রিজার্ভ সৈন্য পাঠাচ্ছে ইসরায়েল

প্রথম নিউজ, ডেস্ক : ফিলিস্তিনে হামলা জোরদার করেছে ইসরায়েল। গত রাতে ৫০০টি স্থাপনায় হামলায় চালিয়ে তারা। এরপর আবার এক লাখ সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে বড় আকারের আগ্রাসনের পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি। খবর আলজাজিরা।

ফিলিস্তিনের হামলা জবাব দিতে শুরু করেছে ইসরায়েল। গত রাতে বিভিন্ন এলাকার অন্তত ৫০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। এরফলে এক লাখ ২০ হাজারের মতো ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া দেশটির নাগরিকদের বর্তমানে পালানোরও কোনো জায়গা নেই।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, বড় আকারে হামলার জবাবের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এরমধ্যে গাজার কাছাকাছি এক লাখ সেনা জড় করছে। এ ছাড়া অসংখ্য ফিলিস্তিনিকে বন্দি করেছে ইসরায়েল। অন্যদিকে মাত্র ১৩০ জনকে আটক করেছে ফিলিস্তিন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ফিলিস্তিনেও নিহতের সংখ্যা বাড়ছে। বর্তমানে নিহতের সংখ্যা বেড়ে ৪৯৩ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ৯১ জন শিশু রয়েছে। অন্যদিকে ইসারায়েলে হামলায় অন্তত ৭০০ মানুষ নিহত হয়েছেন।
গাজায় এক লাখ রিজার্ভ সৈন্য পাঠাচ্ছে ইসরায়েল
৩০ ইসরায়েলিকে বন্দি করল ইসলামিক জিহাদ

এর আগে, গত শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাসের প্রায় এক হাজার যোদ্ধা। দেশটিতে প্রবেশ করে সামরিক অবকাঠামোসহ বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালায় তারা। এতে প্রায় ৭০০ ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে।

ওই অভিযানের সময় প্রায় ৩৫ ইসরায়েলি সেনাকে বন্দি করে ফিলিস্তিনি ভূখণ্ডে নিয়ে আসেন হামাস যোদ্ধারা। সে সময় বেশ কিছু ইসরায়েলি সামরিক ট্যাংকও নিয়ে আসা হয়।

হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড জানায়, হামলা শুরুর মাত্র ২০ মিনিটে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলকে লক্ষ্য করে ৫ হাজারের বেশি রকেট ছুড়েছে তারা।