রাশিয়ায় কয়লা খনিতে অগ্নিকাণ্ড: নিহত ১, নিখোঁজ ৪৮
রাশিয়ার সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলের একটি কয়লা খনিতে আগুন লেগে একজনের মৃত্যু হয়েছে

প্রথম নিউজ, ডেস্ক : রাশিয়ার সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলের একটি কয়লা খনিতে আগুন লেগে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও কয়েক ডজন শ্রমিক ওই খনির ভেতরে আটকে পড়েছেন। দেশটির জরুরি সেবা ও স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুইশ জনের বেশি মানুষকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।
নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে বলেও জানান তারা। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রাশিয়ার জরুরি সেবা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সাইবেরিয়ার একটি কয়লা খনিতে অগ্নিকাণ্ডের পর ৪৮ জন শ্রমিকের খোঁজ পাওয়া যাচ্ছে না। খনি থেকে ২৩৭ জনকে উদ্ধান করা সম্ভব হয়েছে। এদের মধ্যে ৪৫ জন আহত ছিলেন। মন্ত্রণালয়ের স্থানীয় শাখার প্রধান বলেন, নিখোঁজ খনি শ্রমিকদের অবস্থান এখনো জানা সম্ভব হয়নি।
কেমেরোভো অঞ্চলের গভর্নর বলেন, বেলোভো শহরের কাছে লিস্টভ্যাজনয়া কয়লা খনিতে ঘটনার সময় ২৮৫ জন শ্রমিক ছিল। রাশিয়া ও সাবকে সোভিয়েত ইউনিয়নজুড়ে খনি দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা। প্রায়ই এসব এলাকার খনিতে দুর্ঘটনা ঘটে। নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ও সঠিক নজরদারির অভাবেই এমনটা হয় বলে জানা গেছে। ২০১০ সালের গ্রীষ্মে রাশিয়ার সবচেয়ে মারাত্মক দুর্ঘটনা হয় সাইবেরিয়ার রাস্পাদস্কায়া খনিতে। এতে ৯১ জন নিহত এবং আরও একশ জনেরও বেশি মানুষ আহত হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: