আবারও হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল আমিরাত
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাতে।
প্রথম নিউজ, ডেস্ক: ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাতে।রোববার ইসরাইলি প্রেসিডেন্টের আমিরাত সফরের পরই এ হামলা চালান হুতিরা। সোমবার ভোর চালানো ওই ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে আমিরাত। এ নিয়ে আরব এ দেশটিতে এক মাসে তৃতীয়বার ক্ষেপনাস্ত্র ছুড়ল হুতিরা। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর মিডল ইস্ট আইয়ের। বিবৃতিতে বলা হয়, হামলা প্রতিহত করার পর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জনবিরল স্থানে গিয়ে পড়ে। এ কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে গত ১৭ জানুয়ারি হুতিরা প্রথমবার আমিরাতের দুবাই বিমানবন্দরে হামলা চালায়। ওই হামলায় ২ ভারতীয়সহ তিনজন নিহত হন। এর পর আবুধাবিতে আল-জাফরা বিমানঘাঁটিতে দ্বিতীয় দফায় মিসাইল হামলা চালান হুতিরা।
ওই হামলা মার্কিন প্রতিরক্ষাব্যবস্থা- পেট্রিয়টের মাধ্যমে প্রতিহত করে আমিরাত। সোমবার সকাল আবারও হামলা চালান হুতিরা। তৃতীয় হামলাটিও প্রতিহত করেছে আমিরাত।সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি ইয়েমেনের ওপর বিমান হামলা এবং হত্যাযজ্ঞ মারাত্মকভাবে বাড়িয়ে দিয়েছিল। এ প্রেক্ষাপটে ইয়েমেনে যুদ্ধরত ইরানসমর্থিত হুতি বিদ্রোহীরাও সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে পাল্টা হামলা চালান।
হামলার আগে হুতিদের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতকে সতর্ক করে তাদের হামলা প্রতিহত করার আহ্বান জানানো হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: