Ad0111

 জলবায়ু অভিযোজন তহবিলে যুক্ত হলো যুক্তরাষ্ট্র-কানাডা

 জলবায়ু অভিযোজন তহবিলে যুক্ত হলো যুক্তরাষ্ট্র-কানাডা
জলবায়ু অভিযোজন তহবিলে যুক্ত হলো যুক্তরাষ্ট্র-কানাডা

প্রথম নিউজ, ডেস্ক : ফসল চক্রের পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রাণ বৈচিত্র্যেরও বেশ পরিবর্তন এসেছে। ষড়ঋতুর দেশে এখন শরত ও হেমন্তকাল ঋতুচক্র থেকে হারিয়ে যাওয়ার উপক্রম। জলবায়ু পরিবর্তনের কারণে তাপদাহ বাড়ছে। শৈত্যপ্রবাহ বাড়ছে। এসব মোকাবিলায় অভিযোজন ফান্ড গঠন করা হয়।

সোমবার (৯ নভেম্বর) স্কটল্যান্ডের গ্লাসগোর স্কটিশ ইভেন্ট সেন্টারে নতুন অভিযোজন তহবিল ঘোষণা করা হয়। বিভিন্ন দেশের জাতীয় ও আঞ্চলিক সরকারগুলোর অবদান থেকে নতুন করে ২৩২ মিলিয়ন ডলারের অভিযোজন তহবিলের প্রতিশ্রুতি এসেছে।

১৩ দেশ ও অঞ্চল তহবিলের জন্য নতুন অঙ্গীকার ঘোষণা করেছে। যারা নতুন অর্থায়নের অঙ্গীকার করেছে তাদের মধ্যে রয়েছে- মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও কাতার। এর আগে অভিযোজন তহবিল ছিল ১২৯ মিলিয়ন মার্কিন ডলারের যা তিন বছর আগে পোল্যান্ডে ঘোষণা করা হয়।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই জলবায়ু তহবিলে অর্থায়নের বিরোধিতা করে আসছিলেন। তবে জো বাইডেন জলবায়ু ফান্ডে অর্থায়নের বিষয়ে বরাবর ইতিবাচক ছিলেন। মূলত এসব কারণেই তিনি ক্ষমতায় আসার পর অভিযোজন তহবিলে অর্থায়ন করলো যুক্তরাষ্ট্র।

জলবায়ুচক্রে টালমাটাল পরিবর্তন দেখা দিচ্ছে। বৈশ্বিক উষ্ণায়ণ বাড়ছে। সাগর-মহাসাগর উত্তপ্ত হচ্ছে, নোনা জল উপকূলে ঢুকছে। ঋতুচক্রে পরিবর্তন দেখা যাচ্ছে। এসব মোকাবিলায় এই তহবিল ব্যবহার করা হবে।

১৯৯২ সালের গৃহীত জাতিসংঘ জলবায়ু সনদ শিল্পোন্নত ধনী দেশগুলোর অনেকেই মানছে না। ফলে ঘূর্ণিঝড়, বন্যা, খরা ঘন ঘন আঘাত হানছে বাংলাদেশসহ বিশ্বের নানা দেশে। নতুন তহবিল সব রিসোর্স মোবিলাইজেশনের লক্ষ্যকে ছাড়িয়ে গেছে। এ খাতে যে অর্থ পাইপলাইনে আছে তা আগামীতে ৩০০ মিলিয়ন ছাড়াবে। মূলত জলবায়ু প্রকল্প বাস্তবায়নে এগুলো ব্যয় হবে।

অনেক দেশ প্রথমবারের ফান্ড দিয়েছে যা অতীতের তুলনায় উল্লেখযোগ্যহারে বেশি ছিল। ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী জার্মানি ৫৮ দশমিক ২, মার্কিন যুক্তরাষ্ট্র ৫০, স্পেন ৩৫, যুক্তরাজ্য ২০ দশমিক ৬ মিলিয়ন ডলার প্রতিশ্রুতি দিয়েছে। সুইডেন ২০১৯ থেকে ২০২২ অর্থবছরে ৫৩ মিলিয়নের প্রতিশ্রুতির মধ্যে ১৫ ডলার ছাড় করেছে।

সুইজারল্যান্ড ১০, নরওয়ে ৮ দশমিক ৩৮, ফিনল্যান্ড ৮ দশমিক ১, কানাডার জাতীয় সরকার ৮ দশমিক ১, কুইবেক আঞ্চলিক সরকার ৮ দশমিক ১ মিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে। আয়ারল্যান্ড ১০ মিলিয়ন ইউরো, বেলজিয়ামের ফ্ল্যান্ডার্স অঞ্চল ৩ দশমিক ৪৯ মিলিয়ন এবং কাতার ৫ লাখ ডলারের প্রতিশ্রুতি দিয়েছে।

সম্মেলন শেষ হওয়ার আগে তহবিল আরও বাড়তে পারে। অভিযোজন তহবিলের উচ্চ আশা ছিল, যা প্রায় ৪০ হাজার অংশগ্রহণকারীকে আকৃষ্ট করেছে। সম্মেলনের শীর্ষ লক্ষ্যগুলোর মধ্যে একটি ছিল অভিযোজন কর্মকে উন্নত করা। সরকার, সুবিধাভোগী এবং সমর্থকের উন্নয়নে ফান্ড ব্যবহার করা হবে।

জলবায়ু অভিযোজন তহবিল বোর্ডের চেয়ারম্যান ম্যাটিয়াস ব্রোম্যান বলেন, যেহেতু অভিযোজন তহবিল গত বেশ কয়েক বছর ধরে রেকর্ড চাহিদার সম্মুখীন হয়েছে। তাই আমাদের দ্রুত প্রয়োজনীয় অভিযোজন পদক্ষেপ এবং তহবিল সংগ্রহ করতে হবে। বাস্তব, কার্যকর, পরিমাপযোগ্য এবং উদ্ভাবনী পদক্ষেপ প্রয়োগে এই সমস্যা মোকাবিলা করতে হবে। তবে এ খাতে অর্থায়ন সংগ্রহ বাড়ছে। সামনে আরও বাড়বে বলে আশা করেন তিনি।

জলবায়ু পরিবর্তনের পরিপ্রেক্ষিতে অভিযোজন এখনো সঠিকভাবে পরিমাপ করা কঠিন। জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রতিকূল প্রভাবগুলো মূল্যায়ন করা এবং যাচাই করার জন্য এই ফান্ড ব্যবহার করা হবে।

জলবায়ু সম্মেলন থেকে জানানো হয়, পরিবেশ বিধ্বংসী পদক্ষেপগুলো নেওয়া বন্ধ করতে হবে। পানি, বায়ু ও মাটি দূষণ ঠেকাতে হবে। অভিযোজনের দ্বিতীয় পর্যায়ে পৃথিবী। তাই, এখন দীর্ঘমেয়াদি অবকাঠামোগুলোতে বিনিয়োগ যেমন- সেতু, রাস্তা, বিমানবন্দর এবং নৌবন্দরগুলোর বিষয় বিবেচনা করতে হবে। যাতে সেগুলো ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের প্রভাবসহিষ্ণু হয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

This site uses cookies. By continuing to browse the site you are agreeing to our use of cookies & privacy Policy from www.prothom.news