গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আক্তার হোসেন (৩৫) নামে এক যুবক ও আইনুল ইসলাম সিয়াম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

প্রথম নিউজ,গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আক্তার হোসেন (৩৫) নামে এক যুবক ও আইনুল ইসলাম সিয়াম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় কালীগঞ্জ-আজমতপুর-উটাখোলা এবং কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কে এই দুটি দুর্ঘটনা ঘটে। এসময় মাহফুজ (১৯), শাহ আলম (১৮) ও সিয়াম (১৫) নামে আরও তিনজন হয়েছেন।

নিহত আক্তার উপজেলার মোক্তারপুরের পোটান গ্রামের আব্দুল রউফের ছেলে। অন্যদিকে নিহত কিশোর সিয়াম উপজেলার জামালপুর ইউনিয়নের দক্ষিণ নারগানা গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। আহত মাহফুজ উপজেলার দক্ষিণ নারগানা গ্রামের গুলজারের ছেলে, শাহ আলম শফিকুলের ছেলে ও সিয়াম মঞ্জুর ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় আক্তার হোসেন তার বাড়ি থেকে বের হয়ে নোয়াপাড়া বাজারের দিকে যাচ্ছিলেন। ওই সময় জয়দেবপুরগামী সেভেন সার্কেলের সেভেন রিংস সিমেন্ট বোঝাই একটি কাভার্ডভ্যান পেছন থেকে এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যান ফেলে চালক পালিয়ে যান। পরে পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ওসি আরও জানান, এদিন সন্ধ্যায় চার কিশোর-তরুণ ভাড়ায়চালিত একটি মোটরসাইকেল নিয়ে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়ক দিয়ে ঘোড়াশাল ব্রিজে বেড়াতে যাচ্ছিল। মোটরসাইকেল চালাচ্ছিলেন শাহ আলম। এসময় ওই বাইপাস সড়কের বালীগাঁও ফকির বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক দেখে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। এসময় ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে তারা সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে ওই চারজনকে ঢাকায় রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। ঢাকায় নিয়ে গেলে আইনুল ইসলাম সিয়ামের মৃত্যু হয়। অন্য তিনজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom