গাজীপুরে কারখানায় ইফতার খেয়ে ৩ শ্রমিকের মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ
রবিবার রাত ১০টার দিকে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথম নিউজ, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি ইলেকট্রনিক পণ্য তৈরি কারখানায় ইফতার খাওয়ার পর অসুস্থ হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। রবিবার রাত ১০টার দিকে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অন্য শ্রমিকরা কাজ বন্ধ বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকরা কারখানার সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। এতে রাত ৮টা থেকে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও উপজেলা প্রশাসন রাত সাড়ে ১০টার দিকে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।