‘খাদ্যে বিষক্রিয়া’র বলি হলেন বাবা-মা-ছেলে

প্রথম নিউজ, লক্ষ্মীপুর : রাজধানীর একটি হোটেলে ‘খাবার’ খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। রাজধানীর আদ্ব-দীন হাসপাতালে রোববার ভিন্ন সময়ে চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়। খাদ্যে বিষক্রিয়ায় এমনটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহতরা হলেন- লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামের ছেরাজুল হক বেপারী বাড়ির বাসিন্দা সৌদি প্রবাসী মনির হোসেন (৪৫), তার স্ত্রী স্বপ্না আক্তার (৩৬) ও ছেলে নাঈম হোসেন (১৮)। রোববার (২৯ জুন) রাত ৯টার দিকে ডিএমপির রমনা থানার ওসি গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিবন্ধী ছেলে নাঈমের চিকিৎসার জন্য স্ত্রী স্বপ্নাকে সঙ্গে নিয়ে ঢাকায় আদ্ব-দীন হাসপাতালে যান মনির হোসেন। গত ২৮ জুন হাসপাতালে গেলেও সিরিয়াল না পেয়ে ছেলেকে চিকিৎসক দেখাতে পারেননি তারা। পরে রাতে মগবাজার সুইটস লিভ নামের একটি হোটেলে রাতযাপন করেন। সেখানেই খাবার খাওয়ার পর তারা বমি করতে থকেন। পরে তাদের আদ্ব-দীন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোববার সকালে স্বপ্না, এর কিছুক্ষণ পর নাঈম ও দুপুরের দিকে মনির মারা যান। হাসপাতালের চিকিৎসকদের ভাষ্যমতে, খাদ্যে বিষক্রিয়ায় তারা মারা গেছেন।
স্থানীয় সূত্র জানায়, মনির সৌদি প্রবাসী ছিলেন। তিনি সেখানে ব্যবসা করতেন। অসুস্থ ছেলেকে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে গিয়ে স্ত্রী-সন্তানসহ তিনিও মারা গেছেন।
ওসি গোলাম ফারুক বলেন, ‘চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, খাদ্যে বিষক্রিয়া থেকেই একই পরিবারের তিনজন মারা গেছেন। এরসঙ্গে অন্য কোনো ঘটনা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’