কুমিল্লায় যুবককে কুপিয়ে হত্যা
প্রথম নিউজ, কুমিল্লা : কুমিল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মো. হাসান (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লা শহরের গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাসান নগরীর গোবিন্দপুর এলাকার জসীম উদ্দিনের ছেলে। তিনি পেশায় ইলেক্ট্রিক মিস্ত্রি ছিলেন।
স্থানীয়রা জানান, কুমিল্লা শহরের গোবিন্দপুর ও দৌলতপুর এলাকার আধিপত্য নিয়ে স্থানীয় মসু গ্রুপ ও রাজীব খান গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। বুধবার সন্ধ্যায় তারা সংঘর্ষে জড়ান। সংঘর্ষের সময় মসু গ্রুপের দুজনকে কুপিয়ে আহত করেন রাজিব গ্রুপের সদস্যরা। এ সময় মসু গ্রুপের প্রধান মসিউর রহমান মসু হাসানকে ফোন করে সংঘর্ষের কথা জানান। পরে মসু গ্রুপের বাকি সদস্যরা আরও লোক জড়ো করে রাজীব গ্রুপের ওপর হামলা করার চেষ্টা করলে পুনরায় সংঘর্ষ বাধে। এতে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় হাসানকে। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ বলেন, এটা কোনো রাজনৈতিক সংঘাত ছিল না। এলাকার আধিপত্য নিয়েই এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মেডিকেলেই রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।