গোপালগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। রানা একই উপজেলার কাঠি ইউনিয়নের মালিবাড়ি গ্রামের বাদল মোল্লার ছেলে।
প্রথম নিউজ,গোপালগঞ্জ: গোপালগঞ্জে শক্রতার জেরে রানা মোল্লা (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। রবিবার (২৪ জুলাই) রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার রঘুনাথপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। রানা একই উপজেলার কাঠি ইউনিয়নের মালিবাড়ি গ্রামের বাদল মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে গোপালগঞ্জ সদর উপজেলার কাটি বাজারে আধিপত্য বিস্তার নিয়ে রানা ও তার অনুসারীরা বদু সরদারকে একা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তিন লাখ টাকার বিনিময় স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়। রবিবার বিকালে রানা ও তার তিন বন্ধু রঘুনাথপুর এলাকায় ঘুরতে যায়। পরে খবর পেয়ে বদু সরদার ও তার সহযোগীরা ১৫-১৬ জন মিলে রানা মোল্লাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি বলেন, ‘নিহত রানা মোল্লার বাঁ হাতে পাঁচটি এবং ডান হাতে একটি ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews