বগুড়ায় ধাতব মুদ্রা ও আংটি দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩

বিআরটিসি ট্রাক ডিপোর সামনে থেকে তাদের আটক করা হয়।

বগুড়ায় ধাতব মুদ্রা ও আংটি দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩

প্রথম নিউজ, বগুড়া: বগুড়ায় ধাতব মুদ্রা ও আংটি দিয়ে প্রতারণার অভিযোগে তিন ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। সোমবার (৭ জুন) রাত ৮টার দিকে শহরের বিআরটিসি ট্রাক ডিপোর সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন শহরের সেউজগাড়ী আমতলা মোড় এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে কোরবান আলী (৫৮), শিবগঞ্জ উপজেলার চাপাচি এলাকার এনায়েত আলীর ছেলে সাইদুল ইসলাম (৪৭) এবং শহরের টিনপট্টি এলাকার অমল দত্তের ছেলে উৎপল দত্ত (৪১)। মঙ্গলবার দুপুরে র‍্যাব-১২ বগুড়া থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের বিআরটিসি মার্কেটের সামনে থেকে তিন প্রতারককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাতটি ধাতব মুদ্রা, দুটি ধাতব আংটি, মোবাইল ও টাকা পাওয়া যায়।

র‍্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার নজরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, দীর্ঘদিন ধরে তারা ধাতব মুদ্রা দিয়ে জনসাধারণকে প্রতারণা করে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom