কুমিল্লার ঘটনায় প্রশাসন দায়ী : ইনু
প্রশাসনের এই ব্যর্থতা প্রশাসনকেই নিতে হবে

প্রথম নিউজ ডেস্ক: কুমিল্লায় পূজামণ্ডপে হামলার ঘটনার পিছনে প্রশাসন দায় রয়েছে। প্রশাসনের ভিতরে কিছু সম্প্রদায়িক লোক রয়েছে। যাদের সম্প্রদায়িক মনোভাবের কারনে এ ধরনের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু।
আজ শনিবার দুপুরে কুমিল্লায় ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিমা, মঠ, মন্দির ভাঙচুর ও বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখা’র আয়োজনে নগীরর টাউন হল মাঠের মুক্তমঞ্চে গণ-অনশন ও বিক্ষোভ সমাবেশের সভায় এ মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, সারাদেশে ৩২ হাজার পূজা মণ্ডপ রয়েছে। তার মাঝে ৫০টি পূজা মণ্ডপে হামলা হলো, প্রশাসন আটকাতে পারলো না কেনো? আমরা পরিষ্কার করে বলতে চাই, প্রশাসনের এই ব্যর্থতা প্রশাসনকেই নিতে হবে। সরকারের কাছে অনুরোধ রইলো এইসব সম্প্রদায়িক সরকারী কর্মচারীদের চিহ্নিত করে বহিষ্কার করুন। দেশে এখনো কোনো দাঙ্গা হয়নি। হামলা হয়েছে মাত্র, অন্যথায় এসব কর্মচারীদের বহিষ্কার না করলে ভবিষ্যতে আরো বড় দাঙ্গা হতে পারে।
কুমিল্লার মুক্তমঞ্চে গণ-অনশন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা প্রবীণ আওয়ামী লীগ নেতা মোজাফ্ফর হোসেন পল্টু। সমাবেশের পরে দুপুর ১ টায় কুমিল্লার নানুয়াদিঘির পাড়ের পূজামণ্ডপে পরিদর্শক করেন নেতা-কর্মীরা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: