কনটেইনার ডিপোতে কালমারের চাকায় পিষ্ট হয়ে শ্রমিক নিহত
প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে পোর্ট লিংক ডিপোতে কনটেইনার কালমারের চাকায় পিষ্ট হয়ে মো. সালাউদ্দীন (৫২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (১৫ জানুয়ারি) ভোরে সীতাকুণ্ড থানার ভানুবাজার এলাকার ডিপোতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালাউদ্দীন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার শ্রীধরপুর গ্রামের মো. হাবীবুল্লাহর ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, সালাউদ্দীন নামের পোর্ট-লিংক কনটেইনার ডিপোতে শ্রমিক হিসেবে কাজ করতো। ভোরে ডিপোর ভেতর কনটেইনার কালমারের চাকায় পিষ্ট হয়ে মারা যান। পরে তার সহকর্মীরা মরদেহ চমেক হাসপাতালে নিয়ে আসেন।