ঐশ্বরিয়ার পিছনে পুত্রবধূর নিন্দা করেন জয়া বচ্চন? মুখ খুললেন অমিতাভ-ঘরনি
প্রায় ১৫ বছর হল অভিষেক ও তাঁর দাম্পত্যের। নানা সময় নানা গুঞ্জন শোনা গিয়েছে বচ্চনদের নিয়ে। কখনও অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্কে পেশাগত দিক থেকে রেষারেষি।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: ২০০৭ সালে বচ্চন পরিবারের পুত্রবধূ হয়ে আসেন ঐশ্বরিয়া রাই। প্রথম দিন থেকেই অভিষেকের পদবি জুড়েছেন নিজের নামের সঙ্গে। হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। প্রায় ১৫ বছর হল অভিষেক ও তাঁর দাম্পত্যের। নানা সময় নানা গুঞ্জন শোনা গিয়েছে বচ্চনদের নিয়ে। কখনও অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্কে পেশাগত দিক থেকে রেষারেষি। কিংবা কখনও জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বর্যার মনোমালিন্য। যদিও ঐশ্বরিয়া নিজের চারপাশে যেন এক বর্ম তৈরি করে নিয়েছেন, যা ভেদ করা বেশ দুষ্কর। কেরিয়ার ও ব্যক্তিগত জীবনে প্রতি মুহূর্তে ভারসাম্য রেখে চলেছেন অভিনেত্রী। যদিও মেয়ে আরাধ্যার জন্মের কাজ অনেকটাই কমিয়ে দিয়েছেন অভিনেত্রী। কোনও অনুষ্ঠান কিংবা বলিউডের পার্টিতে খুব বেশি দেখা যায় না তাঁকে। তবু তাঁকে নিয়ে উৎসাহের অন্ত নেই। তবে যে প্রসঙ্গটা বার বার ঘুরে ফিরে এসেছে সংবাদমাধ্যমে, তা হল শাশুড়ি বউমার সম্পর্কের সমীকরণ।
বচ্চন-বধূর নাকি অমিতাভ-জয়ার সঙ্গে একেবারেই ভাল সম্পর্ক নয়। বেশ কিছু বছর আগে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ রণবীর কপূরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ দৃশ্য নিয়েও নাকি গৃহবিবাদ চরমে ওঠে। বিভিন্ন সময় নাম না করেই তিনি বিঁধেছেন ঐশ্বরিয়াকে। তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে কম জলঘোলা হয়নি। তবে এক সাক্ষাৎকারে জয়া বচ্চন বলেন, ‘‘আমার ঐশ্বরিয়ার কিছু পছন্দ না হলে সেটা সামনাসামনি বলি। ওঁর পিছনে নিন্দেমন্দ করি না। সেটা আমার অসম্মান বলেই মনে হয়।’’ পাশপাশি জয়া বলেন, ‘‘আমারা দু’জনেই আরামপ্রিয়, ঐশ্বরিয়ার সঙ্গে খুব ভাল সময় কাটে।’’ ক্যামেরার সামনে বচ্চনরা সব সময় সুখী পরিবার। বি টাউনের একটা অংশ বলে থাকে, অমিতাভ-জয়ার সঙ্গে বরাবরই ঐশ্বরিয়ার সম্পর্ক খুব ভাল।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: