শ‌নিবার কাতার সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধা‌নের সফ‌রে কাতা‌রের আমি‌রের স‌ঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিপা‌ক্ষিক বৈঠ‌কে জ্বালা‌নি খা‌তে সহ‌যো‌গিতার বিষয়‌টি তুলে ধরবে ঢাকা

শ‌নিবার কাতার সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী
শ‌নিবার কাতার সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

প্রথম নিউজ, ঢাকা : স্বল্পোন্নত দেশগুলোকে নিয়ে আয়োজিত পঞ্চম জাতিসংঘ সম্মেলনের দ্বিতীয় পর্বে (এলডিসি-৫) যোগ দি‌তে শ‌নিবার (৪ মার্চ) কাতার সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধা‌নের সফ‌রে কাতা‌রের আমি‌রের স‌ঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিপা‌ক্ষিক বৈঠ‌কে জ্বালা‌নি খা‌তে সহ‌যো‌গিতার বিষয়‌টি তুলে ধরবে ঢাকা।

বৃহস্পতিবার (২ ম‌ার্চ) প্রধানমন্ত্রীর সফর নি‌য়ে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের আয়ো‌জিত এক সংবাদ স‌ম্মেল‌নে এ তথ‌্য জানা‌নো হয়।

প্রধানমন্ত্রীর সফর নি‌য়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন জানান, আগামী ৫ থেকে ৯ মার্চ কাতারের দোহায় স্বল্পোন্নত দেশসমূহ সংক্রান্ত ৫ম জাতিসংঘ সম্মেলনের (এল‌ডি‌সি ৫) দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে সম্মেলনে যোগ দিতে শনিবার দোহার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

বিস্তা‌রিত আসছে...

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: