চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২৮ জানুয়ারি

প্রথম নিউজ, ডেস্ক : আগামী ২৮ জানুয়ারি (শুক্রবার) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। সমিতির বর্তমান কমিটির কাছ থেকে এ তথ্য জানা গেছে।
সংগঠনটির কমিটির মেয়াদ গত বছর শেষ হয়েছে। সমিতির গঠনতন্ত্র ৮ অনুচ্ছেদের (চ) অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ার ৯০ দিন অর্থাৎ তিন মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা। সেই অনুযায়ী এর তফসিল ঘোষণা করা হবে।
এখন পর্যন্ত দুটি প্যানেলকে ঘিরে এবারের শিল্পী সমিতির নির্বাচন আলোচনায়। যার একটিতে সভাপতি পদে লড়বেন স্বনামধন্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে দেখা যাবে অভিনেত্রী নিপুণকে। আরেকটি প্যানেলের নেতৃত্ব দেবেন বর্তমান কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান।
দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এ নির্বাচনে মোট কারা কারা অংশ নিচ্ছেন তা জানা যাবে। শিল্পী সমিতির নির্বাচনকে সামনে রেখে এরইমধ্যে চলচ্চিত্র অঙ্গন তথা বিএফডিসি মুখর হতে শুরু করেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: