এবার হাফসেঞ্চুরিয়ান কোহলিকে নিয়ে সমালোচনা

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সেঞ্চুরি করেও জাতীয় দলের অধিনায়ক বাবর আজমকে নিয়ে তোপ দাগিয়েছিলেন সাইমন ডুল

এবার হাফসেঞ্চুরিয়ান কোহলিকে নিয়ে সমালোচনা

প্রথম নিউজ, ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সেঞ্চুরি করেও জাতীয় দলের অধিনায়ক বাবর আজমকে নিয়ে তোপ দাগিয়েছিলেন সাইমন ডুল। ওই ম্যাচে তার দল পেশোয়ার জালমি ২৪০ রান করেও হেরে যায়। এরপরই কিউই ধারাভাষ্যকার সেঞ্চুরিয়ান বাবরের ইনিংস নিয়ে কড়া সমালোচনা করেন। এবার একই দৃশ্য ফিরে এসেছে ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল)। এবার ডুলের নিশানায় সাবেক ভারত অধিনায়ক বিরাট কোহলি। তার মতে, কোহলি দলের চেয়ে ব্যক্তিগত অর্জনকেই প্রাধান্য দিয়েছেন।

সোমবার লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে শুরুতে ব্যাট করে তার দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২১৩ রানের লক্ষ্য দাঁড় করায়। যেটি দুর্দান্ত ব্যাট করা লখনৌর সামনে শেষপর্যন্ত টেকেনি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের সেই ম্যাচে নাটকীয়তাপূর্ণ সমাপ্তি ঘটে। তবে শঙ্কা চুকিয়ে ম্যাচের ফল চলে যায় লখনৌ’র দিকে।


এই ম্যাচ দিয়ে আইপিএলের চলমান আসরে নিজেদের তৃতীয় হার দেখেছে কোহলির দল। যদিও তিনি ম্যাচটিতে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেছেন। ৪টি করে চার ও ছয়ের বাউন্ডারিতে কোহলি খেলেন ৪৪ বলে ৬১ রানের ইনিংস। এছাড়া ফাফ ডু প্লেসি ৪৬ বলে ৭৯ রান এবং গ্লেন ম্যাক্সওয়েল ২৯ বলে ৫৯ রানের ইনিংস খেলেন।

তবে ম্যাচ হারের পর প্রায় পুরো দায় উঠেছে কোহলির কাঁধে। প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই পরাজয়ের জন্য শেষদিকে কোহলির মন্থর ব্যাটিংকে দায়ী করেছেন। তার ব্যাট চলাকালেই সাবেক কিউই ক্রিকেটার ডুল বলেন, ‘কোহলি তো একেবারে ট্রেনের মতো দ্রুতবেগে ইনিংস শুরু করেছিল। প্রচুর শট খেলছিল। কিন্তু তারপর ১০ বল খেলে মাত্র ৮ রান করল।’

তিনি আরও বলেন, ‘আসলে নতুন মাইলস্টোন গড়ার বিষয়টি বিরাটের মাথায় ঘুরছে। কিন্তু ম্যাচের সময়ে এইরকম চিন্তা করার সুযোগই থাকে না। হাতে উইকেট রয়েছে, সেই সময়ে আগ্রাসী ব্যাটিংই চালিয়ে যাওয়া উচিত।’


এদিকে, কোহলির সমালোচনায় মুখর ডুল প্রশংসা করেছেন আরেক ভারতীয় ব্যাটার শিখর ধাওয়ানের, ‘এর আগে আইপিএলে সর্বোচ্চ সংখ্যক অর্ধশতকের রেকর্ড গড়েছিলেন কোহলি। সম্প্রতি তার সেই নজির ছুঁয়ে ফেলেছেন ধাওয়ান। সেটি ছিল অনবদ্য।’

কেবল ডুলই নন, ধাওয়ানের প্রশংসা করেছেন সাবেক উইন্ডিজ কিংবদন্তী ব্রায়ান লারাও। তিনি বলছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে আমার দেখা অন্যতম সেরা ইনিংস খেলেছে ধাওয়ান। সে যেভাবে খেলাটা নিয়ন্ত্রণ করে দলের এত অল্প রানের মধ্যে একাই ৯৯ করল, তা অনবদ্য। একটা সময় তো এমনও মনে হচ্ছিল, আমাদের হাত থেকে ও ম্যাচ ছিনিয়ে নিয়ে যাবে।’

রোববার পাঞ্জাব কিংসকে ৮ উইকেটে হারিয়ে আইপিএলে প্রথম জয়ের উল্লাসে মাতেন লারা। তবে সানরাইজার্স হায়দরাবাদের এই কোচ প্রতিপক্ষ দলের শিখর ধাওয়ানের ইনিংসেই মোহিত হয়েছেন।