মিশা সওদাগর আইটেম গানে

ক্যারিয়ারের এত দীর্ঘ সময় পেরিয়ে এখনও সিনে পর্দায় ভিলেন হিসেবে মিশার রাজত্ব।

মিশা সওদাগর  আইটেম গানে

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: খলনায়ক বলতেই ঢালিউডপ্রেমী দর্শকের চোখে যার মুখ ভেসে ওঠে, তিনি মিশা সওদাগর। দুই যুগের বেশি সময় ধরে এই ভূমিকায় তার দাপট অব্যাহত। এর মধ্যে অনেক অভিনেতাই খল চরিত্রে কাজ করেছেন। কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে সাফল্য কিংবা জনপ্রিয়তা কেউই পাননি। ক্যারিয়ারের এত দীর্ঘ সময় পেরিয়ে এখনও সিনে পর্দায় ভিলেন হিসেবে মিশার রাজত্ব। যেমন এই ঈদে মুক্তি প্রতীক্ষিত সিংহভাগ ছবির খলনায়ক তিনি। এর মধ্যে চারটি ছবির খবর বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করলেন অভিনেতা। এগুলো হলো- তপু খান পরিচালিত ‘লিডার: আমিই বাংলাদেশ’, মো. ইকবালের ‘কিল হিম’, সোলায়মান আলী লেবুর ‘প্রেম প্রীতির বন্ধন’ ও সুমন ধর নির্মিত ‘শত্রু’।

মিশা সওদাগর বললেন, ‘ঈদে বেশ কয়েকটি ছবি মুক্তি পাচ্ছে। এগুলোতে নায়ক অনেকজন। কিন্তু ভিলেন আমি একাই! এটা সত্যিই ভালোলাগার মতো ব্যাপার। দর্শকের ভালোবাসার সুবাদেই এমনটা সম্ভব হচ্ছে।’ এদিকে শনিবার (৮ এপ্রিল) ‘কিল হিম’ ছবির আইটেম গানের শুটিংয়ে অংশ নেন মিশা। আলো ঝলমলে সেটে আবেদনময়ী আইটেম গার্লের সঙ্গে নেচেছেন পাল্লা দিয়ে। এ নিয়ে মিশার বক্তব্য, ‘এটা আমার জন্য নতুন কিছু না। সমসাময়িক সব নায়িকার সঙ্গেই পারফর্ম করেছি। তবে হ্যাঁ, এখন অবশ্য এরকম গানে অংশ নিই না। এটাতে কাজ করেছি, কারণ গানটা ছবির গল্পের সঙ্গে জড়িত। আর বেশ বড় পরিসরে কাজটি করছেন পরিচালক।’

এই সূত্রে ‘কিল হিম’র নির্মাতা-প্রযোজক মো. ইকবাল ও নায়ক অনন্ত জলিলের প্রশংসাও করলেন মিশা সওদাগর। তার ভাষ্য, ‘ছবিটা আসলেই খুব সমৃদ্ধ হচ্ছে। দুইটা দৃশ্যে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। এছাড়া লোকেশন, অ্যারেঞ্জমেন্ট কোনও কিছুতে কমতি রাখেননি। ইকবাল মামা ও অনন্ত ভাই রুচিশীল মানুষ। সবমিলে ভালো কিছুর চেষ্টা বলতে পারি।’ উল্লেখ্য, ‘কিল হিম’ ছবির মাধ্যমে প্রথমবার অন্য কারও প্রযোজনায় অভিনয় করেছেন অনন্ত জলিল ও বর্ষা। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন একসময়ের জনপ্রিয় নায়ক রুবেল।