আব্দুস সালাম পিন্টু ও সুলতান সালাউদ্দিন টুকুর মায়ের মৃত্যুতে তারেক রহমানের শোক
প্রথম নিউজ, ঢাকা: সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম পিন্টু ও জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু’র মামতাময়ী মাতা মোসা: সালমা খাতুন আজ সন্ধ্যা ৭ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। সালমা খাতুন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত শোক বার্তায় বলা হয়, সালমা খাতুন এর মৃত্যুতে তাঁর পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে শোকাহত ও মর্মাহত হয়েছি। একজন আদর্শস্থানীয় মাতা হিসেবে তিনি তাঁর সকল সন্তানদের সুশিক্ষিত ও সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। ধর্মপ্রাণ নারী হিসেবেও তিনি পরিবারের সকলের নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়। রাজনীতিবিদ সন্তানদের মা হিসেবে তাঁর কর্তব্য ও ভূমিকা স্থানীয় জনসাধারণ ও পরিচিতজনদেরকে অনুপ্রাণিত করতো। পরিবারের হাল ধরার পাশাপাশি তিনি সমাজসেবার নানা কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। মাতা হিসেবে তিনি যে দৃষ্টান্ত রেখে গেছেন সেটি তাঁর সন্তানদেরকে চিরদিন অনুপ্রাণিত করবে।
মহান রাব্বুল আলামীন এর দরবারে দোয়া করি মরহুমার শোকাহত পরিবারবর্গ যেন এই মৃত্যুশোক সইবার ক্ষমতা লাভ করেন। আমি মরহুমা সালমা খাতুন এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা
অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক উপমন্ত্রী, বিএনপি’র ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম পিন্টু ও জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু’র মামতাময়ী মাতা মোসা: সালমা খাতুন এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করে বলেন, মরহুমা সালমা খাতুন এলাকায় একজন ধার্মিক নারী হিসেবে সকলের নিকট ছিলেন পরম শ্রদ্ধেয়। সন্তানদেরকে সুশিক্ষিত ও সুসন্তান হিসেবে গড়ে তুলতে মরহুমা সালমা খাতুন এর আদর্শ ও গুণাবলী সকলের নিকট দৃষ্টান্ত হয়ে থাকবে।
বিএনপি মহাসচিব বলেন,আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু’র মায়ের মৃত্যুতে কেন্দ্রীয় যুবদলের শোক
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু’র মমতাময়ী মাতা মোসাম্মৎ সালমা খাতুন (৮৪) আজ রাতে ঢাকার একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।”ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দের পক্ষে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর রত্নগর্ভা মমতাময়ী মা এদেশের গণতন্ত্র উত্তরণের জন্য তার জীবদ্দশায় অনেক ত্যাগ শিকার করেছেন। তার তিন সন্তান সাবেক মন্ত্রী আবদুস সালাম পিন্টু স্বৈরাচারের কারাগারে ১৫ বছর যাবত একটি সাজানো মামলায় কারান্তরীণ, এক ছেলে টাংগাইল জেলা বিএনপি’র সাবেক সভাপতি সামসুল আলম তোফা স্বৈরশাসকের অত্যাচারে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করতে গিয়ে বারবার নির্যাতনের শিকার হচ্ছেন। এই মহিয়সী নারীর প্রয়াণে গোটা যুবদল পরিবার শোকাহত।
আমরা বিদেহী আত্মার মাগফিরাত, পরকালে জান্নাত কামনা করছি এবং তাঁর রেখে যাওয়া শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জানাই।