যুবলীগ নেতার বা‌ড়ি‌তে নারীকে পুড়িয়ে হত্যা, ছে‌লে আটক

এ ঘটনায় অভিযুক্ত ফারহান রনিকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। রনি যুবলীগ নেতা শাহনেওয়াজ ভূঁইয়ার ছেলে।

যুবলীগ নেতার বা‌ড়ি‌তে নারীকে পুড়িয়ে হত্যা, ছে‌লে আটক

প্রথম নিউজ, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক নারীকে হত্যার পর দেহ আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ ভূঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে নারীর মাথাবিহীন দেহ উদ্ধার করা হয়েছে। নিহতের একটি হাতে চুড়ি থাকায় দেহটি নারীর বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত ফারহান রনিকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। রনি যুবলীগ নেতা শাহনেওয়াজ ভূঁইয়ার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, এদিন সকাল সাড়ে ৭টার দিকে ওই ঘর থেকে ধোঁয়া বের হওয়ায় প্রতিবেশীরা গিয়ে দেখে রনি সেখানে বসে আছেন। আগুনের কারণ জানতে চাইলে রনি পাতা পুড়ানোর কথা বলে। এক পর্যায়ে ঘরের ভেতর উকি দিয়ে দেখা যায় মাটিতে মানুষ আকৃতির আগুনে পুড়া দেহ। পাশে একটি ছোট গর্তও রয়েছে। এ সময় রনি ক্ষুব্ধ হয়ে দা নিয়ে তাদেরকে মারতে আসেন। পরে এলাকাবাসী তাকে ধরে পুলিশকে খবর দেয়।

ওই বাড়ির ভাড়াটিয়া এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘ভোরে ওই ঘর থেকে নারী কণ্ঠের চিৎকার শুনতে পাই। পরে আমি ঘর থেকে বের হয়ে দেখতে গেলে রনি ধমক দিয়ে চলে যেতে বলেন।’ এলাকাবাসীরা আরো জানায়, রনি একজন মাদকাসক্ত ও উচ্ছৃঙ্খল প্রকৃতির লোক। কয়েক বছর আগে বিয়ে করেছিল। তবে বউ চলে গেছে।

এ বিষয়ে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুর ইসলাম বলেন, ‘নিহতের পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআইকে খবর দেয়া হয়েছে। একজনকে আটক করা হয়েছে।’