বিমান বিধ্বস্ত হয়ে দক্ষিণ কোরিয়ায় ৪৭ জনের মৃত্যু

বিমান বিধ্বস্ত হয়ে দক্ষিণ কোরিয়ায় ৪৭ জনের মৃত্যু

প্রথম নিউজ, অনলাইন:   কোরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে ৪৭ জন আরোহী নিহত হয়েছেন। বিমানটিতে মোট ১৮১ জন আরোহী ছিল। এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি।
 

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, প্লেনটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ফিরছিল। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে প্লেনটি বিধ্বস্ত হয়। জিজু এয়ার প্লেনের ওই ফ্লাইটে ১৭৫ যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন।

দেশটির এক দমকল কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনার পর দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
তবে উদ্ধার অভিযান এখনও চলছে।

বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত প্লেনের পেছন দিক থেকে লোকজনকে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছেন জরুরি বিভাগের কর্মীরা।


ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, প্লেনটিতে থাকা ১৭৩ আরোহী দক্ষিণ কোরিয়ার এবং দুজন থাইল্যান্ডের নাগরিক। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়।
 

ইয়োনহাপ আরো জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি চোই সাং-মু ‘উদ্ধার অভিযানের জন্য সর্বাত্মক প্রচেষ্টার’ নির্দেশ দিয়েছেন।

এদিকে, সত্যতা যাচাই করা যায়নি এমন একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ছে এবং বিমানবন্দরের দেয়ালে গিয়ে আঘাত করছে। কিন্তু দেয়ালে আছড়ে পড়ার আগেই বিমানের এক অংশে আগুন ধরে যায়। আরেকটি ফুটেজে দেখা যাচ্ছে, কালো ধোঁয়ার কুন্ডলী আকাশের দিকে উঠছে।

দক্ষিণ কোরিয়ার দমকল বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, এই মুহূর্তে ফায়ার সার্ভিসের ৩২টি গাড়ি ঘটনাস্থলে কাজ করছে।