ঈদের দিনও থাকতে পারে তাপপ্রবাহ

ঈদের দিনও থাকতে পারে তাপপ্রবাহ

প্রথম নিউজ, অনলাইন:  সারাদেশে হু হু করে বাড়ছে তাপমাত্রা। এরই মধ্যে দেশের কয়েক জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া বিভিন্ন জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। ঈদুল ফিতরের দিনও তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

শনিবার (২৯ মার্চ) আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দিনে কয়েক জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে আজ রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা  বলেন, বৃষ্টি না হলে তাপ্রবাহ কমার তেমন কোনো সম্ভাবনা নেই। ৩১ মার্চের পর তাপমাত্রা কিছুটা কমলেও মৃদু তাপপ্রবাহ থেকে যাবে। অর্থ্যাৎ, চলতি সপ্তাহজুড়েই তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

তিনি আরও বলেন, এখন তাপমাত্রা বেশি হলেও গরমের অস্বস্তি কম। কারণ, বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি কম।

আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সরাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিন যশোর ও সিরাজগঞ্জ জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও রাঙ্গামাটি জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ ডিগ্রি সেলসিয়াস।