ঈদের দিন টিভি পর্দায় যা যা থাকছে

প্রথম নিউজ, অনলাইন: ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই বিনোদন। বছরের এই সময়টায় নিজের সব ব্যস্ততাকে ছুটি দিয়ে প্রতিটি মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। ঈদের সময় পরিবার-পরিজন, আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি টিভি পর্দার বিনোদন হয়ে ওঠে মানুষের অন্যতম প্রয়োজনীয় অংশ। বরাবরের মতো এবারও টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে পবিত্র ঈদুল ফিতরের অনুষ্ঠানমালা।
চলুন দেখে নেওয়া যাক, ঈদের দিন কোন চ্যানেলে কি দেখতে পাবেন।
মাছরাঙা
বৃন্দাবন দাসের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় ঈদের দিন থেকে প্রতিদিন রাত ৯টা ১০ মিনিটে প্রচারিত হবে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘মধুমালা’। অভিনয়ে—চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, লাবণ্য লিজা প্রমুখ। বিকাল ৫টা ৫০ মিনিটে একক নাটক ‘ব্রেকআপ থেকে শুরু’।
রচনা ও পরিচালনা করেছেন : এসআর মজুমদার। অভিনয়ে—নিলয়, হিমি প্রমুখ।
বিটিভি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায় প্রতিবারের মতো এবারও দেখা যাবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। এবারের ‘আনন্দমেলা’র উপস্থাপনা করেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও চিত্রনায়ক মামনুন ইমন।
নাচ, গান, কাওয়ালি, কৌতুক, নাটিকা—এসব আয়োজনেই সেজেছে অনুষ্ঠানটি। ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’ শিরোনামের বিখ্যাত গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা। ইমরান ও কণার কণ্ঠে থাকছে ডুয়েট গান। অনুষ্ঠানটিতে ফোক গান পরিবেশন করেছেন সালমা, ঐশী ও গামছা পলাশ। জনপ্রিয় ৯টি গানের কোলাজে নৃত্যে অংশ নিয়েছেন মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও চিত্রনায়িকা শবনম বুবলী।
বিভিন্ন হাস্য-রসাত্মক ঘটনা নিয়ে থাকছে কয়েকটি নাটিকা। আরও থাকছে শাওন মজুমদার, রাইসা সুলতানা ও তারেক মাহমুদের কৌতুক পরিবেশনা। এ ছাড়াও অনুষ্ঠানটিতে কাওয়ালি গান পরিবেশন করবেন সমীর হোসেন কাওয়াল ও তার দল। মাহবুবা ফেরদৌস, মনিরুল হাসান ও হাসান রিয়াদের প্রযোজনায় ‘আনন্দমেলা’ প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টায়।
১৩ ব্যান্ডের বিশেষ শো : বিটিভি দর্শকদের মন মাতাতে ঈদে পর্দায় আসছে দেশের জনপ্রিয় ১৩টি ব্যান্ড। মূলত ঈদের বিশেষ অনুষ্ঠান ‘ব্যান্ড শো’তে হাজির হবেন দলগুলোর সদস্যরা। শোনাবেন তাদের দর্শকপ্রিয় গানগুলো। ঈদের দিন সন্ধ্যা ৭টায় গান পরিবেশস করবে চিরকুট, আর্ক, ডিফারেন্ট টাচ, অবসকিউর, অরবিট ও ফিডব্যাকের মতো জনপ্রিয় ব্যান্ডগুলো। সালসাবিল লাবণ্যের উপস্থাপনায় এই অনুষ্ঠানটি প্রযোজনা করছেন নাসির উদ্দিন।
আরটিভি
দুপুর ২টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘পোড়ামন ২’। অভিনয়ে—সিয়াম আহমেদ, পূজা চেরী প্রমুখ। বিকাল ৫টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘মিউজিক লাউঞ্জ’ পর্ব ১। শিল্পী—হায়দার হোসেন; প্রযোজক : নূর হোসেন হীরা। সন্ধ্যা ৭টায় একক নাটক ‘নীল রঙের সাইকেল’। রচনা : সেজান নূর; পরিচালনায় : সোহেল হাসান; অভিনয়ে—নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি প্রমুখ। একই জুটির ‘খাল কেটে কুমির’ প্রচারিত হবে ৯টা ৩০ মিনিটে। আনামিকা মণ্ডলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ইমরান হাওলাদার।
এটিএন বাংলা
ঈদের দিন শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘রাজকুমার’ প্রচার হবে ঈদের দিন দুপুর ২টা ৩০ মিনিটে। হিমেল আশরাফ পরিচালিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাকিব খান, কোর্টনী কফি, তারিক আনাম খান, মাহিয়া মাহি প্রমুখ। ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ বিনোদন মেলা’ প্রচার হবে ঈদের দিন ও ঈদের সপ্তম দিন রাত ১০টা ৩০ মিনিটে। ঈদের দিন রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘প্রেম ভাই’। অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তানজিম সাইয়ারা তটিনী ও ফারুক আহমেদ। পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।
চ্যানেল আই
সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক ‘সামনে সমুদ্র’। রাবেয়া খাতুনের গল্পে নাটকটি পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয়ে—আবুল হায়াত, শাহেদ শরীফ খান, তানজিকা আমীন, আহসান হাবিব নাসিম প্রমুখ। সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় রাত ৯টা ৩৫ নাটক ‘চালাকি’। অভিনয়ে—শ্যামল মাওলা, মিহি আহসান, চিত্র লেখা গুহ প্রমুখ।
নাগরিক টেলিভিশন
রাত ৮টায় নাটক ‘চোর পুলিশ’। অভিনয়ে মোশাররফ করিম, রুবিনা রেজা জুঁই, পরিচালনা : তাইফুর জাহান আশিক। রাত ৯টা ৩০ মিনিটে লাইভ সংগীতানুষ্ঠান ‘বাংলা বাউল’, শিল্পী : শফিমণ্ডল ও বন্যা তালুকদার।
এনটিভি
সকাল ৯টায় নাটক ‘লাস্ট নাইট’। রচনা ও পরিচালনায় রাকেশ বসু। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, তানজিম সাইয়ারা তটিনী প্রমুখ। দুপুর ২টা ২০ মিনিটে টেলিফিল্ম ‘রাইট অর রং’। রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। অভিনয়ে—পার্থ শেখ, মীর রাব্বি, পারসা ইভানা, ফাহমিদা বন্যা, শারমিন শর্মি প্রমুখ। সাত দিন সন্ধ্যা পৌনে ৭টায় ধারাবাহিক নাটক ‘রূপবানের প্রেম’। পরিচালনা করেছেন হাসান রেজাউল। অভিনয়ে—তাসনুভা তিশা, সৈয়দ জামান শাওন, রাশেদ মামুন অপু, কচি খন্দকার, শেলী আহসান, আবদুল্লাহ রানা, সুমন পাটোয়ারী, শহীদ উন নবী প্রমুখ।
চ্যানেল নাইন
ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। অভিনয়ে—মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, ইরেশ জাকের, শরাফ আহমেদ জীবন, ডিপজলসহ অনেকে।
বৈশাখী টেলিভিশন
সকাল ১০টায় একক নাটক : ‘আয়েশা’। অভিনয় করেছেন আবদুর নূর সজল, মিম মান্তাসা, শামীম শান, সুজাত শিমুল প্রমুখ। রচনা : আনন জামান, পরিচালনা : শুদ্ধমান চৈতন। রাত ৯টা ৫৫ মিনিটে নাটক ‘ডাকাতিয়া প্রেম’। অভিনয় করেছেন—ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল প্রমুখ। রচনা ও পরিচালনা : রাফাত মজুমদার রিংকু।